ইংরেজ বাজার

কোতুয়ালি ভবনে প্রদেশ কংগ্রেস সভাপতি

 

মালদা তথা বাংলার রূপকার প্রয়াত এ.বি.এ গনি খান চৌধুরীর ৯৮ তম জন্মদিন উপলক্ষে মালদার কোতুয়ালি ভবনে পা রাখলেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

    মঙ্গলবার সকাল ন'টায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয় কোতুয়ালি ভবনে এসে হাজির হন। এরপর তিনি পাশে এ.বি.গনি খান চৌধুরী সাহেবের মাজারে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর কোতুয়ালি ভবনে একটি সাংবাদিক সম্মেলন করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ইশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ আবু হাশেম খান চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্বরা। প্রয়াত গনি খান সাহেবের জন্মদিন উপলক্ষে সারাদিন বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন বলে তিনি জানান।